শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

ইউপি নির্বাচন: খোকসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

কুষ্টিয়ার সময় প্রতিবেদকঃ / ৯৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৬:৪৫ পূর্বাহ্ন

খোকসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ চেয়ারম্যান ও ৪ সদস্য নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশন। 

আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কুষ্টিয়ার খোকসার উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ চেয়ারম্যান ও ৪ ইউনিয়ন সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে খোকসা উপজেলার ৩নং বেতবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আজম খান তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মতন বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে বাবুল আকতার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও সাধারণ প্রার্থী হিসাবে বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মোঃ সায়েদুজ্জামান, ৯ নং ওয়ার্ডের আকাম উদ্দিন ও স্বতন্ত্র নারী প্রার্থী মোছাঃ জহুরা খাতুন ও ৪ নং জানিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম মন্ডল নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন একে অপরের প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণা জোরদার হচ্ছে। তফসিল ঘোষণার পর এরই মাঝে নির্বাচনি সহিংসতায় পাঁচজন আহত ও বেশ কয়েকটি ঘর-বাড়ি ভাংচুরসহ থানায় দুইটি মামলা হয়েছে।

এসব ঘটনায় পুলিশের বিশেষ নজরদারি শুরু করেছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর