কুষ্টিয়ার কুমারখালীতে যুবদল কুমারখালী উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, বাংলাদেশের মাটিতে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নেই। তিনি দেশের ১৮ কোটি মানুষের নেত্রী। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চাইলে আপোস করে আবার প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু দেশ-জাতির স্বার্থ বিকিয়ে প্রধানমন্ত্রী হননি।
এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দেশের একজন নাগরিকের মৌলিক অধিকার হিসেবে সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানান তিনি।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কুমারখালী পৌর যুবদলের আহ্বায়ক নুর আলম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী থানা যুবদলের আহ্বায়ক অ্যাড. জাকারিয়া আনছার মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা স্বেচ্ছাসেবল দলের আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমেছ আলী, সদস্য খোকন বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, সদস্য রনি আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনসহ ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।