সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

খোকসার বেতবাড়িয়ায় ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচু‌র

নিজস্ব প্রতিবেদক / ১২৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৭:০২ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউ‌নিয়‌নে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এ সময় মোটর সাইকেল ভাঙচুর করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ন‌ভেম্বর) রাতে উপজেলার বেতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন মন্ডলের বাড়ির সামনে স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামির উপর একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। উপস্থিত কয়েকটি মোটর সাইকেল আটক ক‌রে দুটি মোটর সাইকেল রাস্তার পাশের পানিভর্তি ডোবায় ফেলে দেয়।

স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামির অভিযোগ, সন্ধ্যার পর যখন তিনি নিজের বাড়ির পাশের একটি দোকানে চা খেতে আসেন, তখন একদল দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হালাকারীদের কাছে দেশি তৈরি অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।

এ ছাড়া বৃহস্পতিবার সকালে যখন তিনি মনোনায়নপত্র জমা দেন তখন কয়েকজন লোক তাকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবুল আখতারের প্রধান নির্বাচনি এজেন্ট মুজাহিদুল ইসলাম বাবলু দাবি করেন, সন্ধ্যায় নৌকা প্রতীকের কর্মীরা জনসংযোগ করে ফিরছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন বেতবাড়িয়া গ্রামের মধ্যে তাদের আটকে মারধর করে। তারা কমপক্ষে ৮টি মোটর সাইকেল ভাঙচুর করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতার বলেন, তার কর্মীরা পূর্ববেতবাড়িয়া থেকে প্রচারণা শেষে জাগলবা গ্রামে প্রচার অভিযানে অংশ নিতে যাচ্ছিল। স্বতন্ত্র প্রার্থী তার গ্রামের ভিতর নৌকা প্রতীকের কর্মীদের উপর হামলা করে। তারা দুইটি গাড়ি ভাঙচুর করে। এ হামলায় রাজু ও সাইদুল নামের তার দুই কর্মী আহত হয়। রাজনৈতিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে এক প্রার্থী দাঁড় করিয়ে বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা করছে ব‌লেও তি‌নি অ‌ভি‌যোগ ক‌রেন।

ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের এসআই রাজিব রায়হান বিশৃঙ্খল ঘটনার সত্যতা স্বীকার করেন। মোটরসাইকেলগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

গভীর রাত পর্যন্ত দুই পক্ষের কেউই মামলা বা অভিযোগ নিয়ে আসেনি। কো‌নো গ্রেফতার নেই। পরিস্থিতি শান্ত আছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর