কুষ্টিয়ার কুমারখালীতে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার বিকেলে কুমারখালী পৌর বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি প্রতিষ্ঠানকে ৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।
এ সময় অভিযানে কুমারখালী থানা পুলিশ, পেশকার এবং ভূমি অফিসের স্টাফ সহ অনেকে উপস্থিত ছিলেন।