শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

খোকসা ও কুমারখালীতে ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

মোমিন ইসলাম / ১৪৭৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ন

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৪র্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। খোকসার ৯ ইউনিয়ন ও কুমারখালীর ১১ ইউনিয়নসহ সারা দেশে ৮৪০ ইউনিয়ন পরিষদে ও তিনটি পৌরসভায় ভোট হবে ২৩ ডিসেম্বর।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৮তম বৈঠকে এ ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।

এতে বলা হয়, এ সব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ৭ ডিসেম্বর। ভোট হবে ২৩ ডিসেম্বর।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।
দেশ স্বাধীনের পর থেকে নয়বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর