কুষ্টিয়ার খোকসায় পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্যানেলের নির্বাচনে আকমাল হোসেন ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (৪ নম্বেবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ে অভিভাবকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পরিষদের ম্যানেজিং কমিটি গঠনের অভিভাবক প্যানেলের নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা দেখা যায় তবে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এবং পুলিশের একটি টহল টিম সার্বক্ষণিক বিদ্যালয় চত্বরে অবস্থান করে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ শেষে উপজেলা শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪০৮ টি ভোটের মধ্যে ১৮৬ টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন আকমল হোসেন এবং ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আক্তারউজ্জামান, ১৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে আব্দুর রহমান ও চতুর্থ স্থান অধিকার করেন আকরাম মন্ডল ১৬৯ ভোটে পেয়ে বিজয়ী লাভ করেন।