রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

কুমারখালীতে ফায়ার সপ্তাহ ২০২১ উদ্বোধন

এনামুল হক ইমন, কুমারখালী / ১২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৭:৩৯ পূর্বাহ্ন

 

কুষ্টিয়ার কুমারখালীতে ফায়ার সপ্তাহ ২০২১ উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ – এই প্রতিপাদ্য সামনে রেখে
বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে ফায়ার সপ্তাহ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র এসএম রফিক, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কুমারখালীর ইন্সপেক্টর মুক্তার উদ্দিন।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, সারা দেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে এ উপলক্ষ্যে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর