মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

ডাকাতির শিকার দৈনিক অধিকারের সিনিয়র সাব-এডিটর রাব্বী ও তার পরিবার

নিজস্ব প্রতিবেদক / ৫৭১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৭:১৮ অপরাহ্ন

ডাকাতির কবলে পড়েছেন দৈনিক অধিকারের সিনিয়র সাব-এডিটর কাজী হাসিবুর রহমান রাব্বী ও তার পরিবার। ডাকাতদের রাম দায়ের আঘাতে ডান হাতের বাহুতে মারাত্মক জখম হয়েছেন সাংবাদিক রাব্বী।

 সাংবাদিক রাব্বির নিকট হতে নগদ ৭ হাজার টাকা এবং তার স্ত্রীর পরিধেয় আড়াই ভরি স্বর্ণালংকার যার মূল্য ২ লক্ষ টাকা ডাকাতরা নিয়ে যায়। পরে ৯৯৯ কল করলে জিএমপি সদর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। এ ব্যাপারে জিএমপির সদর থানায় ১ জনের নাম উল্লেখ এবং ২ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত শরীফ (৩০) জয়দেবপুর থানার হোতাপাড়া দক্ষিণ রুদ্রপুর এলাকার আলমগীরের ছেলে।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর সদর মেট্রো থানাধীন ন্যাশনাল পার্কের ২ নং গেটের বিপরীত দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
জিএমপি সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ মনজুর জানান, ৯৯৯ কলের সূত্র ধরে সাংবাদিক রাব্বী এবং তার পরিবারকে সালনা রিফুইলিং ষ্টেশন থেকে উদ্ধার করি। এ সময় সাংবাদিক রাব্বীকে ডান হাতে আঘাত প্রাপ্ত অবস্থায় দেখতে পাই। পরে জঙ্গল হতে সাংবাদিক রাব্বীর মোবাইল ফোন উদ্ধার করি। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাংবাদিক হাসিবুর রহমান রাব্বী বলেন, গতকাল অফিস শেষ করে স্বপরিবারে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ী রওনা হই। পরে রাত সাড়ে আটটার দিকে জিএমপির সদর থানাধীন ন্যাশনাল পার্কের ২ নং গেইটের বিপরীত দিকে পৌঁছালে স্পাই রেঞ্জ দ্বারা মোটরসাইকেলের চাকায় ডিল ছুড়লে আমি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারাই। পরে মোটরসাইকেল দাঁড়িয়ে গেয়ার ঠিক করার সময় গভীর গজারি বন হতে কতিপয় দুষ্কৃতকারী আমাকে রাম দা দিয়ে আঘাত করে ডান হাতে মারাত্মক জখম করে। এ সময় তারা আমাকে মারধর করে আমার সাথে থাকা নগদ ৭ হাজার টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার যেগুলো আমার স্ত্রীর পরিধেয় স্বর্ণের গলার চেইন, হাতের রুলি, কানের দুল এবং আংটি ছিনিয়ে নিয়ে যায়। আমার মোটরসাইকেলটি তারা একটি খাদে ফেলে রেখে আমাদেরকে হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে ৯৯৯ এ কল করলে জিএমপির সদর থানার উপপরিদর্শক জাহিদ মনজুর আমাদের উদ্ধার করে।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডাকাতির ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর