শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

খোকসায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের জেলার নবগঠিত কমিটির পরিচিত সভা

ওবাইদুর রহমান আকাশ / ৪০৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কুষ্টিয়া জেলার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার খোকসা পৌরসভার মিলনায়তনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কুষ্টিয়া জেলার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক সহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আমানউল্লাহ আমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আনিসুর রহমান টিটু, খোকসা পৌরসভার সভাপতি মো. আজমল হোসেন।

পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র তারিকুল ইসলাম তারেক বলেন, নতুন কমিটি সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলে আমি মনে করি। পৌর কর্মকর্তা-কর্মচারীরা ঠিক হলে নিজেদের বেতন নিজেরাই নিতে পারবেন আগামী বছর থেকে খোকসা পৌরসভার সকলের বেতন নিজস্ব হাই থেকেই দেওয়া সম্ভব। জেলার পাঁচটি পৌরসভার স্বাবলম্বী হতে সকলে মিলে কাজ করলে অবশ্যই পৌরবাসীর উন্নয়ন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর