সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

খোকসায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

মমিন হোসেন ডালিম / ৪১৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৮:০১ পূর্বাহ্ন

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালী উত্তর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ইসাহাক আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, থানা কমিউনিটি পুলিশ সভাপতি আরিফুল আলম তসর ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু প্রমুখ।

বক্তারা পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং জোরদার করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে উপজেলা থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত করতে সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী চত্বর থেকে স্থানীয় বাজার প্রদক্ষিণ পর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর