চট্টগ্রামে পূজামণ্ডপে হামলায় ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর রাজনৈতিক দল যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মো. নাছির ও সদস্য সচিব মিজানুর রহমানসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাতে তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ।
মহানগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, তারা সর্বশেষ নয়জনকে গ্রেফতার করেছেন। এদের মধ্যে হামলার পরিকল্পনাকারী, নেতৃত্বদাতাও আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা পরিকল্পনা অনুযায়ী সাধারণ মুসল্লিদের হামলার কাজে লাগিয়েছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই হামলার ঘটনা। বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চট্টগ্রামের নেতাদের পরিকল্পনাতেই চট্টগ্রামের জেএম সেন হলে হামলার ঘটনা ঘটেছে।
গ্রেফতার নয়জনের মধ্যে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির, সদস্য সচিব মিজানুর রহমান এবং বায়েজিদ বোস্তামী থানার সভাপতি ডা. রাসেল আছেন বলে জানা গেছে।
এসব নেতাকর্মীর নেতৃত্বে ও পরিকল্পনায় মিছিল এবং পূজামণ্ডপে হামলার পাশাপাশি ব্যানার-পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
১৬ অক্টোবর দুপুরে নগরের আন্দরকিল্লা জেএমসেন হল পূজামণ্ডপে হামলা, ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা ও মণ্ডপে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। এখন পর্যন্ত এই মামলায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।