কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল জব্বার । এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, পুলিশ এবং বিজিবি সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্ন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয় এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন নবাগত উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার।