শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ার পৌরসভার ২১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিলেন আবুবক্কর সিদ্দিকী

মামুনুর রশিদ মামুন, কুষ্টিয়া / ২২৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ১:২৬ অপরাহ্ন

 

আজ রবিবার (১০ অক্টোবর ) সকালে কুষ্টিয়া উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি।এসময় তার সাথে ছিলেন পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান আনিস।

ভোট সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে গণসংযোগের পাশাপাশি শোডাউনও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারনা চালাচ্ছেন তিনি।

মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে আবুবক্কর সিদ্দিকী সাংবাদিকদের জানান,‘ পৌরসভার ২১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের কাউন্সিলর পদে লড়তে তিনি মনোনয়ন ফরম তুলেছেন এবং আজ জমা দিলেন। নির্বাচনে জয়ী হলে এই ওয়ার্ডের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করবেন।’ এছাড়াও তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবেন।এসময় তার সঙ্গে শতাধিক কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমা দেওয়া শেষে প্রায়াত কাউন্সিলর ইসলাম শেখের কবর জিয়ারত করেন তার ছোটো ভাই ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুবক্কর সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন,কাউন্সিলর পদপ্রার্থী আবুবক্কর সিদ্দিকী, প্যানেল মেয়র আনিছুর রহমান আনিছ,শাহিন,আমিরুল,ডাবলু,সুমন,আলী হোসেন,সবুজ,মুরশিদ,শিপন,রতন,আকমল,শাহীন,মহিদ,মুক্তার,তুরাপ,মিন্টু শেখ,সুরুজ,রাজীব,ফরহাদ,আসিফ,রঞ্জু,নাসিম জোয়াদ্দার,লিটন,সুমন জোয়াদ্দার, শাওন জোয়াদ্দার, বাচ্চু খন্দকার, মিঠুন,হারুন,পলাশ আলী,রেন্টু,ইউসুফ, শামীম,

আলামীন,গোলাম আলী,সিরাজ উদ্দিন, খাইরুল ইসলাম,মিলন,ইমরান,সুলতান,হাসান,লালু,লাল্টু,পুন্নু,আসলাম,রিজা বিশ্বাস,জামাল শেখ,মাসুদ শেখ,শামসুল শেখ,ঝন্টু শেখ,ইসলাম বিশ্বাস মামুন শেখ,ঝমর শেখ,আকতার শেখ,আসলাম শেখ,বিল্লাল শেখ,হিলাল শেখ,দুলাল শেখ,মাসুদ,তপন,ওহাব,জালাল,সোহেল, ডিশ আশা,রাকিবুল,আইয়ুব মেম্বার, শহিদুল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১১অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ভোট গ্রহনের তারিখ ২ নভেম্বর সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর