আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পূর্জা নির্বিঘ্নে সফল করতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বাগুলাট ইউনিয়ন এর মোট ৫ টি পূজা মন্দিরগুলো পরিদর্শন করেছেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।
মঙ্গলবার রাতে বাগুলাট ইউনিয়ন এর প্রতিটি পূর্জা মন্দিরগুলো পরিদর্শন করেন তিনি। বাঁশগ্রাম ক্যাম্প ইনচার্জ এস আই পিযুষ কান্তি কর্মকারকে সাথে নিয়ে প্রতিটি পূজা মন্দির ঘুরে দেখেন এবং পূজা মন্দির এর সভাপতি সাধারণ সম্পাদক কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বাঁশগ্রাম ক্যাম্প এর এ এস আই ইমরান হোসেন,কনস্টেবল আব্দুল হাই
কনস্টেবল ইমরান,প্রতিটি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।