কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ড উপ নির্বাচনে দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের প্রচার প্রচারণা।এই ওয়ার্ডের নির্বাচন কে ঘিরে জাঁকজমক হয়ে উঠেছে এই ওয়ার্ডবাসী।
শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৫ ঘটিকার সময় ২১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে, প্রায় শতাধিক মটর সাইকেল নিয়ে রোড় শোডাউন করেন আবু বক্কর সিদ্দিক।
এ সময় লাহিনীর কালিতলা মোড় থেকে শোড়াউন শুরু হয়।বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শুভেচ্ছা বিনিময় করেন আবু বক্কর সিদ্দিক এর সমর্থকরা।ক্যানাল পাড়া,পশ্চিমপাড়া, ঢালীপাড়া, এতিমখানা, লাহিনী বটতলা, এই সমস্ত মোড় গুলোতে শুভেচ্ছা বিনিময় শেষে নির্বাচনের আলাপ আলোচনা করেন তারা।
এছাড়া ও আবু বক্কর সিদ্দিক প্রতিটা বাড়ির মানুষের সাথে মত বিনিময় করেন,এবং উপনির্বাচনে এই ওয়ার্ডের সন্তান হিসেবে সবার কাছে দোয়া চান।
মটর সাইকেল শোডাউন শেষে লাহিনী পূর্বপাড়াতে এক উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয়রা,এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।