কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান স্মরণে শোকসভা, স্মৃতিচারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে বৃহস্পতিবার সকালে পান্টি ইউনিয়নের ডাঁশা গণকবরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কমান্ডার লুৎফর রহমান ও মুক্তিযুদ্ধকালীন সময়ে চাষি ক্লাবের যুদ্ধে শাহাদাৎবরনকারী পাঁচ শহিদের স্মৃতির উদ্দেশ্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এসময় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. সামছুজ্জামান অরুণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসির মৃধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সহ কুমারখালীর বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।