শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

মাটির মধ্যে থেকে জন্ম নেওয়া আওয়ামীলীগের নেতৃত্ব দিবে আগামীতে তারণ্যরা:জর্জ এমপি

এনামুল হক ইমন,কুমারখালী(কুষ্টিয়া) / ২০৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১:২১ অপরাহ্ন

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ৭৮ কুষ্টিয়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন আওয়ামীলীগ উঠে এসেছে মাঠির মধ্যে থেকে। এছাড়া আওয়ামী লীগের সাথে যতদল প্রতিদ্বন্দ্বিতা করে তারা উঠে এসেছে হয়তো কোন ঘরের ভেতর থেকে, অথবা সেনাবাহিনীর কোন ছাউনির নিচে, অথবা ষড়যন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে। তৃণমূল মানুষের মধ্যে দিয়ে নেতৃত্বে গড়ে ওঠা দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই।বহু ত্যাগ আর লাঞ্ছিত বঞ্চিত হয়েছে আওয়ামীলীগ। ভবিষ্যৎতে ২০৪১ সালের মধ্যে তারণ্যরা নেতৃত্ব দিবে আওয়ামীলীগ কে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুমারখালীর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুমারখালী পৌর শিশু পার্ক এ আয়োজিত দোয়া ও মাহফিল আলোচনা সভাই এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আরও বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা দল এদেশে আওয়ামী লীগ ছাড়া একটা ও নেই। এবং এটাই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দুর্ভাগ্য বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে পরিপক্কতা অর্জন করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এর ফলে।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার অভিভাবক হিসেবে নিজের জীবন বাজি রেখে বাংলার জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা আর দূরদর্শিতা আজ বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। আমরা আজ বাংলার অভিভাবককে সামনে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে তার হাতকে শক্তিশালী করবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টুকু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন, সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর