মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দেয়া হচ্ছে ২১ হাজার করোনার গণটিকা। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ মোট ২০ টি কেন্দ্রে করোনার এই টিকা দেয়া হয়।
পৌরসভার বিভিন্ন টিকাদান কেন্দ্রে তেমন ভীড় না থাকলেও ইউনিয়ন পর্যায়ে দেখা গেছে মানুষের উপচে পরা ভীড়। কুমারখালীর ১১ টি ইউনিয়নে ১৬ হাজার ৫ শত গণটিকা কার্যক্রমের একেকটি কেন্দ্রে ১ হাজার ৫ শত টিকা গ্রহণকারীর স্থলে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। উপজেলার নন্দলালপুর ইউনিয়নের একটি কেন্দ্রে পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছে।