শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার সচিব

চাঁদ আলী, কুষ্টিয়া / ১৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:০১ অপরাহ্ন

 

করোনাকালীন পরিস্থিতিতে কুষ্টিয়া জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া জেলার ১৩৬ জন সাংবাদিক এই আর্থিক সহায়তা পেয়েছেন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহায়তা চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব বলেন,এমন কোনো জায়গা নাই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর নেই। দেশের উন্নয়নের সাথে মানুষের ভাগ্যের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। এমন সাহসী পথচলায় প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ গণমাধ্যম কর্মীরা।’

দেশের সংকটময় পরিস্থিতিসহ রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রেখেছেন উল্লেখ করে। কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন,সাংবাদিকরাই বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেন। এ দেশকে এগিয়ে নিতে সব সময় ভূমিকা রাখছে। করোনার মতো বৈশ্বিক সংকটেও তারা লড়ছেন। এই গণমাধ্যম কর্মীদের পাশে প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য এগিয়ে এসেছেন।’

কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল খায়রুল আলম জেলার ১৩৬ জন সাংবাদিকদের দশ হাজার টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর