শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

খোকসায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১১৬২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৪ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় আমীর সরদারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ারে পড়ুয়া সামিয়া (ছদ্মনাম) নামে একটি মেয়ে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির গ্রামের বাড়ি উপজেলার বেতবাড়িয়া গ্রামে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেয়েটি আমীর সরদারের বাড়িতে অবস্থান করছে। মেযেটির দাবী প্রায় সাত আট মাস আগে আমীর সরদারের ছেলে আকাশের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে আকাশ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে কিন্তু বেশ কিছুদিন যাবৎ আকাশ তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে মেয়েটি বিষয়টা তার বোনকে বলে, তার বোন বিষয়টা তার বাবাকে বললে মেয়েটি’র উপড় প্রচন্ড রাগারাগি করেন। এ জন্য সে তার বাবার বাড়ি থেকে বের হয়ে এসে আকাশের বাড়িতে অবস্থান করছেন এবং মেয়েটি তার প্রেমিক আকাশকে ফোন দিলে আকাশ ফোন রিসিভ করেনি। পরে আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে মেয়েটি কান্না জড়িত কন্ঠে বলেন, আকাশ আমাকে গ্রহন না করলে মৃত্য ছাড়া আমার আর কোন উপায় থাকবে না।

এ সময় আকশের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে আকাশের চাচা রমজান সরদারকে পাওয়া গেলেও তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজী হয়নি।

এ ঘটনায় ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, বিষয়টি নিয়ে দুই পরিবারের সাথে কথা না বলে কিছু বলতে পারছিনা।

এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাননি বলে জানান খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আশিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর