কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণটিকার ২য় ডোজ দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ মোট ২০ টি কেন্দ্রে করোনার এই টিকা দেয়া হয়।
গণটিকার প্রথম ডোজ গ্রহণকারীদের পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। ইউনিয়নের একেকটি কেন্দ্রে মোট তিনটি বুথে ৬শ’জন এবং পৌরসভার প্রতিটি ওয়াডের্র টিকা কেন্দ্রে ২শত মানুষের এই টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান , প্রথম ডোজের মতোই উপজেলায় মোট ৮ হাজার ৪শ’ জনকে করোনার ২য় ডোজ প্রদান করা হবে।