রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

খোকসার চাঁদট মাদ্রাসা শিক্ষকের বিদায় সংবর্ধনা

ওবাইদুর রহমান আকাশ / ৪৩৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৩ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসার চাঁদট এম, বি, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ শিহাব উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের এম, বি, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নতুন ভবনে ৩ তলায় মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শহিদুজ্জামানের সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, বনোগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম জমির, বিলজানি দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আউয়াল, গনেশপুর দাখিল মাদ্রাসার সুপার মো. বদিউজ্জামানসহ আরো অনেকেই।

বিদায়কালে আবুল কাশেম মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, দ্বীনের পথে নিজেকে নিবেদিত করতে পারায় আমি আনন্দিত। সেই সাথে নিজ হাতে গড়া হাজার শিক্ষার্থী বিভিন্ন জায়গায় কর্মরত আছেন এটা আমার অহংকার। তবে জীবন স্মৃতি বিজড়িত মাদ্রাসাটি ছেড়ে চলে যেতে হবে আজ এভাবেই নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়েছে পড়েছেন তিনি। দ্বীনি শিক্ষার এই বাতিঘরটি অনন্তকাল জীবিত থাকুক এমনটাই আশা প্রকাশ করেন তিনি।

দোয়া মোনাজাত ছবি– কুষ্টিয়ার সময়

বিদায় সংবধনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার বলেন, মানুষ গড়ার কারিগর ছিলেন আমাদের শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ শিহাব উদ্দিন। তিনি শুধু শিক্ষিত মানুষই করে দিয়ে যাননি, মানুষ গড়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে দিয়ে গেছেন। যা অনন্তকাল থাকবে আমাদের মাঝে। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

পরে অডিয়েন্সের সকল তার প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক সহকর্মী ও বিভিন্ন মানুষের বিভিন্ন উপহার সামগ্রী বিদায়ী শিক্ষকের হাতে তুলে দেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রিয় শিক্ষকের হাতে বিশেষ উপহার তুলেদিছেন ছাত্রীরা। (ছবি- কুষ্টিয়ার সময়)
উল্লেখ্য,আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধন কল্পে কয়েকজন ধর্মীয় এলাকাবাসীর সহযোগিতায় চাঁদট এম, বি, মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আরবি শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ শিহাব উদ্দিন এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন তবে সরকারি বিধির কারণেই রবিবার তার কর্মময় জীবনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর