সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

করোনায় মোট মৃত্যু ২৬ হাজার ছাড়াল

কুষ্টিয়ার সময় ডেস্ক / ৩৭২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৩:৫১ অপরাহ্ন

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। রবিবার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৪৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ লাখ ১০ হাজার ১৩৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৭৫৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর