রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

১২ সেপ্টেম্বর থেকে সশরীরে যবিপ্রবির পরীক্ষা

কুষ্টিয়ার সময় ডেস্ক / ২৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৪:২৪ অপরাহ্ন

মহামারির সংক্রমণ তাণ্ডবের মাঝে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির সশরীরে পরীক্ষা শুরু হবে। একই সাথে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সভায় পরীক্ষামূলকভাবে প্রথমে স্নাতকোত্তর পর্যায়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া যে সকল শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক, তাদের স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে।

এ দিকে, হলে অবস্থানের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রাক্কালে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। কোনো শিক্ষার্থীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে, তাকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে তিনি সুস্থ হলে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন : দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

অন্যদিকে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে সভায় পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সকল চিকিৎসক, নার্স ও মেডিক্যাল স্টাফদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পরীক্ষা চলাকালীন হলে অবস্থানরত শিক্ষার্থীদের একদিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী পরীক্ষার্থীদের পরিবহনে আনা-নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া আগামী ১৫ অক্টোবরের আগেই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ দায়িত্বে করোনা প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সভায় আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যবিপ্রবির স্নাতক শ্রেণির পরীক্ষা শুরুর বিষয়ে ঐক্যমত্য পোষণ করা হয়। তবে তাদের পরীক্ষার সূচিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর