রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় চার প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার সময় ডেস্ক / ৩৭১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৪:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় অনুমোদনহীন শিশুখাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও চিপসের প্যাকেটের মধ্যে নকল টাকা খেলনা হিসেবে ব্যবহার করে বিক্রির অভিযোগে ওই কারখানা ও দোকানসহ চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল টাকা ও চিপসের প্যাকেট জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান।

শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার এ অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

শহরতলীর চৌড়হাস শাহপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরি ও চিপসের প্যাকেটের মধ্যে নকল টাকা খেলনা হিসেবে ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ধারায় মিতা স্পেশাল ফুড প্রোডাক্টসের মালিক মিঠুকে এক লাখ টাকা, রাজ্জাক শাহকে ৩০ হাজার টাকা, চৌড়হাস মোড়ের মেসার্স শাহ ফুডের মালিক অপু শাহকে ৫০ হাজার টাকা ও মেসার্স ফারুক ফুড প্রোডাক্টসের মালিক ফারুককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর