শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের ত্রাণ সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ২৩৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৪:১১ অপরাহ্ন

কুষ্টিয়ার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবা ফাউন্ডেশেন‘। সংগঠনটি এ বছরের শুরু থেকে নানা সামাজিক কাজ করে বেশ আলোচনায় রয়েছে।

ইতিমধ্যেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে বন্যা কবলিত অর্ধশত অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করেছেন মানবতার সেবা ফাউন্ডেশন নামক সংগঠনটি।

গতকাল দিনব্যাপী মানবতার সেচ্ছাসেবী সংগঠন সেবা ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশত অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়। এসময় তাদের মাঝে ত্রানসামগ্রীর পাশাাশি মাস্ক বিতরন করে সংগঠনটি।

সে সময় প্রতি পরিবারের জন্য বিতরণকৃত পন্যের মধ্যে চাউল-৫ কেজি, মসুর ডাল ৭৫০ গ্রাম, আলু- ২ কেজি,তৈল- ১ কেজি,স্যাভলন সাবান- ১ পিস কওে তুলে দেওয়া হয়। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার বাহিনীর ট্রেনিং প্রশিক্ষক মোঃ তারিকুল ইসলাম এবং আনসার বাহিনীর সদস্য সহ সেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সংগঠনটি এর আগে কোভিড পরিস্থিতিতে দুস্থদের অক্সিজেন সিলিন্ডার সহায়তা ,প্যারালাইজড রোগীর জন্য বিনামূল্যে হুইলচেয়ার সহায়তা সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সহায়তায় বন্যায় বানভাসি মানুষের জন্য জরুরী খাবার সংকট নিরসনকল্পে ত্রানসামগ্রী বিতরন সহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। আর এমন কাজে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর