রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার লালন শাহ্ সড়ক যেন খানা-খন্দের সড়ক!

নিজস্ব প্রতিবেদক / ৬৪১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৫:০৫ পূর্বাহ্ন

কুষ্টিয়া লালন শাহের মাজার (রোড) নামে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্ত বৃন্দ অনুসারীরা এই সড়কে যাতায়াত করে থাকেন। সরকারি বড় বড় আমলারাও এই সড়কের সাথে ব্যাপক পরিচিত রয়েছে। রয়েছে তাদের এই সড়কে আসা যাওয়াও। তার একটি কারণ এই সড়কেই রয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার। গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় খানা-খন্দে ভরা।

ভোগান্তিতে সাধারণ মানুষ হলেও নজরে নেই কর্তৃপক্ষের। সামান্য এই রাস্তায় দীর্ঘদিন সংস্কারের অভাবে কিছু কিছু অংশে সামান্য বৃষ্টিতে রাস্তার ওপর জমে থাকে পানি। কুমারখালী উপজেলার দবির মোল্লা গেট হতে লালন মাজার পর্যন্ত সামান্য রাস্তা হলেও এই রাস্তার পাশে গড়ে উঠেছে লালন লোক সাহিত্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাই স্কুল। আবার এই সড়কে বিত্তবানদের বসবাস স্থান। লালন মাজার হিসেবে সুপরিচিত এই সড়কের পাশ ঘেসে গড়ে উঠেছে বড় বড় বিল্ডিং বাড়ি। শুধু তাই নয় এই সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে।

 

এই সড়কটি সংস্কার না হওয়ায় দবির মোল্লা গেট হতে লালন মাজার পর্যন্ত সড়কটির পরিনত হয়েছে বেহাল দশায়। রাস্তা খারাপ হওয়ায় সাধারণ জনগণের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদেরও। খানা-খন্দে ভরা রাস্তায় প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এই এলাকার বাসিন্দারা জানান, সব সময় কাজের জন্য যাতায়াত করতে হয় এই সড়ক দিয়ে। শহরে যাওয়ার একমাত্র পথ এটি। কিন্তু সড়কটি সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে, ভরে গেছে খানা-খন্দে। মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের। সামান্য বৃষ্টি হলেই কোথাও কোথাও হাঁটু পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়কটি। রাস্তায় পানি জমে থাকলে কোন জায়গাটা ভাঙা তা বোঝা যায় না। ফলে যানবাহনের চাকা ভাঙা স্থানে পড়ে ঘটে দুর্ঘটনা। মাঝে মধ্যেই এলাকার খানা-খন্দে পণ্যবাহী বড় বড় ট্রাক আটকা পড়ে। দ্রত সড়কটি সংস্কার হলে কমবে মানুষের প্রতিদিনের দুর্ভোগ। রাস্তার পিচ উঠে গেছে। তারা আরো বলেন আমাদের এই সড়কটি আগে ভাল ছিল বিগত কিছুদিন ধরে এই সড়কে ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তার এই করুণ মৃত্যু হয়েছে। স্থানীয়রা সড়কটি নিয়ে খুবই বিপদে আছে। সড়কটি দ্রত সংস্কারের দাবি জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর