বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

খোকসায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

ওবাইদুর রহমান আকাশ / ৫৮১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৫:৫৯ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায়  সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী সাদিয়া (২০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) রাত ৯ টা উপজেলার (কুষ্টিয়া-রাজবাড়ী) আঞ্চলিক মহাসড়কের ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত বুদ্ধি প্রতিবন্ধী সাদিয়া শিমুলিয়া ইউনিয়নের বিলজানি দাখিল মাদ্রাসার পাশে আব্দুল হান্নান শেখের মেয়ে।

স্থানীয়রা জানায়, রাজবাড়ী দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস (কুষ্টিয়া-রাজবাড়ী) আঞ্চলিক মহাসড়কের ফুলতলা ব্রাক অফিসের সামনে থেকে সাদিয়াকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীরা আহত সাদিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত  চিকিৎসক সাইফুজ্জামান জানান, আহত বুদ্ধি প্রতিবন্ধী নারী সাদিয়ার বাম কান কেটে গেছে। একাধিক বার বমিও করছে এবং তার জ্ঞান নাই। আহত সাদিয়াক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, বুদ্ধি প্রতিবন্ধী সাদিয়ার আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। যাত্রীবাহী বাসটি আটক সম্ভব হয়নি। তবে বাসটি আটকের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর