রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

ফিলিপনগর আবেদের ঘাট নদীতে ডুবে নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন

দৌলতপুর উপজেলার ফিলিপনগর আবেদের ঘাট নদীতে ডুবে নিখোঁজ ২ জন ফিলিপনগর আবেদের ঘাটে নদীতে উপার ফুটবল খেলা শেষে বল নিয়ে নদীতে নামে নদীর পানির চোতে বল ভেসে গেলে বল ধরে আনার জন্য তিন জন সাতার কেটে বল আনতে গিয়ে দুই জন নিখোঁজ হয়ে যায় ও আরেকজন ফিরে আসে। বৃহস্পতিবার (২৯ শে জুলাই ) দুপর ১ঃ৩০ মিনিটে ফিলিপনগর আবেদের ঘাট নদী এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নদীতে নিখোঁজ দুজন এর পরিচয় পাওয়া যায় ফিলিপনগর কবিরাজ পাড়ার কুমর প্রমানিক ছেলে সমিরুল (১৮) আরেক জন একই এলাকার বাবলু কবিরাজ ছেলে ইউসুফ (১৮) এলাকা বাসি জানাই দুপুরে নদীর উপারে ফুটবল খেলা করতে গিয়ে ছিল।খেলা শেষে নদীতে বল নিয়ে গোসল করতে নামে তিন জন দুইজ পানিতে তলিয়ে যায় ও আরেকজন ফিরে আসে। পরে স্থানীয় লোকজন জানতে পেরে এলাকা বাসিকে নিয়ে ঘটনা স্হলে গিয়ে খোজাখুজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে ফোন দিলে কিছু ক্ষন পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনার স্হান পরিদর্শন করে চলে যায়। এবং এলাকা বাসিদের জানান খুলনা থেকে ডুবরি দল এসে উদ্ধার কাজ চালাবেন। এদিকে পরিবারের সদস্যরা আবেদের ঘাটের নদীর ধারে অপেক্ষায় বসে আছে কখন উদ্ধার হবে দুই স্কুল ছাত্র।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর