কুষ্টিয়ার কুমারখালীতে করোনাকালীন এই মহামারী সময়ে সর্বাত্বক লকডাউন এর কারণে বেকার হয়ে যাওয়া সিএনজি মাহেন্দ্র চালকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
মঙ্গলবার দুপুরে এমপি মহোদয়ের কুমারখালীর নিজ অফিস কক্ষে সিএনজি মাহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি শেখ এর উপস্থিতিতে দুইশত জন চালকদের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, নেশার জগৎ ছেড়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনাই সমাজকে পরিবর্তনের লক্ষে যুবসমাজকে নিজ নিজ কর্মসংস্থানে আত্মনিয়োগ করতে হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে লকডাউন কে সফল করতে এগিয়ে আসতে হবে।
উপস্থিত সিএনজি ও মাহেন্দ্র চালকরা মহামারি ও লকডাউন অবস্থায় এমপি মহোদয়ের এই আর্থিক সহায়তা করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান।