করোনার ঊর্ধ্বগতিতে কুষ্টিয়ার কুমারখালীতে লকডাউনের ৫মদিনে প্রশাসনের কঠোর ভূমিকা দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন । এছাড়া সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে অনেককে নানা কাজে বাইরে বের হতে দেখা যায়। দোকানপাট বন্ধ থাকলেও অনেককে শাটার বন্ধ করে বেচাকেনা করতে দেখা গেছে।
সকাল থেকে সেনাবাহিনীর ২১ পদাতিক ব্রিগেড যশোরের ১টি টিম শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বিভিন্ন স্থানে সকাল হতে দুপুর পর্যন্ত শহর ও শহরতলীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা, বিনা কারণে ঘোরাঘুরি করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৫টি মামলায় ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এবং সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়।
এদিকে কুমারখালী উপজেলায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন, মৃত্যু ৩ জন।