বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

খোকসা হাসপা‌তা‌লে ক‌রোনার টিকার মজুদ শেষ, টিকাদান বন্ধ

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ৪২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৪ জুলাই, ২০২১, ২:৪১ অপরাহ্ন

 

কু‌ষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত টিকা শেষ হয়ে গেছে৷ শ‌নিবার (২৪ জুলাই) বরাদ্দকৃত এ টিকার মজ‌ুদ শে‌ষ হ‌য়ে যায়।

তথ‌্যটি খোকসা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের অ‌ফি‌সিয়াল ফেসবুক পে‌জে এক‌টি পো‌স্টের মাধ‌্যমে জানা‌নো হয়।

ওই পো‌স্টে টিকাদানের মজুদ শেষ হ‌য়ে যাওয়ার কথা জা‌নি‌য়ে বলা হয়, বরাদ্দকৃত এ টিকার মজ‌ুদ শে‌ষ হ‌য়ে যাওয়ায় (২৫ জুলাই) থেকে টিকা প্রদান কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ থাকবে৷ খুব শিঘ্রই টিকা চলে আসবে৷ পুনরায় টিকা প্রদান শুরু হলে ওই পেইজটির মাধ‌্যমে জানিয়ে দেয়া হবে৷

‌বিজ্ঞ‌প্তির শে‌ষে সবাই সুস্থ থাকার জন‌্য ঘরে থাকতে পরামর্শ দেয়ার পাশপা‌শি লকডাউন সফল করারও আহ্বান জানা‌নো হয়।

প্রসঙ্গত, দে‌শে ক‌রোনার ভ‌্যাক‌সি‌নের মজুদ থাকায় সারা দে‌শের মতো গত ১২ জুলাই থে‌কে ‌খোকসা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চী‌নের সি‌নোফা‌র্মের টিকা দেয়া শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর