কুষ্টিয়ার খোকসা পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন কুষ্টিয়া -৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে ভবন উদ্বোধন ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক ও আওয়ামী লীগ নেতা সাহেব আলী প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মুর্শেদ শান্ত
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সেলিম আলতাফ জর্জ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় শিক্ষার গুণগতমান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিদ্যালয় জন্য একাডেমি ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ গড়ার লক্ষে জনগণের টাকায় নির্মাণ করা হচ্ছে শিক্ষা একাডেমি ভবন। আপনাদের সন্তানরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য প্রতিটা অভিভাবককে নিজেই দায়িত্ব নিতে হবে। আজকের সন্তান আগামীদিনের সুনাগরিক হয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে আমি এমনটাই মনে করি।
উল্লেখ্য, কুষ্টিয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত চারতলা ভবনের ২ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি শিমুলিয়া পাইকপাড়া এলাকার শিক্ষার্থীদের শিক্ষার উন্মোচন হয়েছে বলে স্থানীয় শিক্ষিত অভিজ্ঞ মহলের অভিমত। সদ্য এমপিওভুক্ত এ বিদ্যালয়ের নতুন এ ভবন শিক্ষার মান ত্বরান্বিত করবে বলেও মনে করেন তারা।