শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

কু‌ষ্টিয়ার খাজাবাবা গাবতলীর হা‌টে, দাম ২০ লাখ

নিজস্ব প্রতিবেদক / ৬২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৭:১৪ পূর্বাহ্ন

কোরবানির পশুর হাটে সাধারণত পুরুষ বিক্রেতাদের দেখতে অভ্যস্ত সবাই। এবার পশুর হাটে যোগ হয়েছেন নারী বিক্রেতাও। শুক্রবার (১৬ জুলাই) রাজধানীর গাবতলী হাটে রীনা নামে এক নারী বিক্রেতা এসেছেন তার পালিত গরু ‘খাজাবাবা’ নিয়ে।

রীনা আদর করে তিনি এ গরুর নাম রেখেছেন ‘খাজাবাবা’। কুষ্টিয়া থেকে ট্রাকে করে নিয়ে আসেন খাজাবাবাকে। সাড়ে ৩ বছর লালন পালন করেছেন খাজাবাবাকে।

গাবতলী হাটে দেখা গেছে রীনা নিজেই গরুকে পরিচর্জা করছেন। ধুয়ে মুছে দিচ্ছেন। রীনা  জানান, খাজাবাবার দাম ২০ লাখ ধরা হয়েছে। তবে দামের ক্ষেত্রে আলোচনা করারও সুযোগ রয়েছে। গরুটি বিক্রি করতে পারলে তার সংসারের অভাব দূর হতো বলে জানান রীনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর