সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

যতদিন ক‌রোনা তত‌দিন সহায়তা: হানিফ

রামিম খান, কুষ্টিয়া / ৬১০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৯:০৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা যতদিন আছেন একজন মানুষও না খেয়ে থাকবেন না। কাউকে খাবারের কষ্টে থাকতে হবে না। যতদিন করোনা মহামারি থাকবে ততদিন খাদ্য সহায়তা চলমান থাকবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। করোনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই বোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার সঞ্চালনায় এ সময় দুই হাজার ৫০০ নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী  বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা সংক্রমণের কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সাংস্কৃতসেবীদের এককালীন সহায়তার চেক প্রদান করেন মাহবুব উল আলম হানিফ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর