বৃষ্টি ভেজা সন্ধ্যে
বৃষ্টি ভেজা সন্ধ্যে বেলা
আমি বড্ড একেলা
আসলো আবার ঝড়
আমি তো নই তোমার পর?
তবে কেনো আজি বিচ্ছেদ বেলা
এই বৃষ্টি ভেজা সন্ধ্যে বেলা
মনে রয়েছে খুব ব্যাথা
বড্ড মনে পরে তোমার কথা
ওগো প্রিয় বন্ধু,কোথায় তুমি?
আজ যে বড় একাকী আমি।