শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় করোনায় বাবার মৃত্যুর আড়াই ঘন্টা পর ছেলের মৃত্যু

রামিম খান কুষ্টিয়া / ১০২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৫:৫৭ অপরাহ্ন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বাবা আব্দুল আজিজ শেখের (৮০) মৃত্যুর আড়াই ঘণ্টা পর ছেলে মতিয়ার রহমান মতি (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে বাবা এবং বিকেল ৪টার দিকে ছেলের মৃত্যু হয়। একসঙ্গে করোনায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তারা কুষ্টিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়ার শহীদ ইয়াকুব আলী সড়কের বাসিন্দা। আব্দুল আজিজ শেখ চার ছেলে ও দুই মেয়েসন্তানের জনক। তিনি বড়বাজার এলাকার আল-আমীন হোটেলের মালিক ছিলেন। সেই হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করতেন ছেলে মতি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই বাবা ও ২ জুলাই পুত্র করোনায় আক্রান্ত হন। বুধবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বাবা ও বিকেলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেরও মৃত্যু হয়।

নিহত মতিয়ার রহমান মতির ভাই সাইদুর রহমান জানান, দুই সপ্তাহ আগে বাবা আব্দুল আজিজ শেখের ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। গত সপ্তাহে তার করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। পর দিন ভাই মতিও করোনায় আক্রান্ত হয়।

তিনি আরও বলেন, তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বাবা আজিজ শেখকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আর তার ভাই মতিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বাবা ও বিকেলে ভাইয়ের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর বলেন, আড়াই ঘণ্টার ব্যবধানে দুপুরে বাবা ও বিকেলে ছেলের মৃত্যু হয়েছে। পিতাপুত্রের মৃত্যুর খবরে এলাকায় মাতম চলছে। পরিবারের দুই সদস্যকে হারিয়ে অন্য সদস্যরা বার বার মূর্ছা যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর