রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

কুমারখালীর পাহাপুরের চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার বাদীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

‌নিজস্ব প্রতি‌বেদক / ৫৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ২:৩৫ অপরাহ্ন
কুমারখালীর পাহাপুরের চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার বাদীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
কুমারখালীর পাহাপুরের চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার বাদীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহারপুর গ্রামে চাঞ্চল্যকর দুইভাই হত্যা মামলার বাদী নুর ইসলামের ছোট ভাই আশিক (১৭) কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোক জন।

গতকাল বিকেলে সদর উপজেলার কমলাপুর বাজারে হামলার এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত কুমারখালী উপজেলার পাহারপুর গ্রামের বকুল হোসেনের ছেলে আশিককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজারে আশিক বাজার করতে যায়। এসময় কুমারখালী উপজেলার ইছাখালী গ্রামের মাদক ব্যবসায়ী ও চরমপস্থীদলের সক্রিয়সদস্য বিল্লালের ছেলে তুহিন শেখের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে আশিকের উপর হামলা চালিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে আশিকের আত্মচিৎকারে বাজারের স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আশিককে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর