কঠোর লকডাউনের তৃতীয় দিনে কুষ্টিয়ার খোকসায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দোকানীকে ও করোনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির দায়ে জয় চানাচুর কারখানায় জরিমানা করা হয়।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পৌরশহরের বাজারের তিন দোকানসহ জয় চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসহাক আলী।
জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দেব দধি ভান্ডারকে পাঁচ হাজার, তাহসিন ইলেকট্রনিক্সকে দুই হাজার, ঢাকা ইলেকট্রনিক্সকে চার হাজার ও জয় চানাচুর কারখানায় দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসহাক আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসহাক আলী বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দোকানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরির দায়ে জয় চানাচুর কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা হয়।
তিনি আরো বলেন, এমন অস্বাস্থ্যকর পরিবেশে পরবর্তীতে চানাচুর তৈরি করলে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান।