রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

খোকসায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

ওবাইদুর রহমান আকাশ / ১৪৬১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৬ জুন, ২০২১, ৯:৩২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় যুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুনের (৫৫) ঘরের পিছনে শিমুল গাছ কাটতে গিয়ে এক মাস আগে পাওয়া পরিত্যক্ত গ্রেনেডটি ঘরে থেকে উদ্ধার করে থানা পুলিশ।

জানা যায়, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুনের এক মাস আগে বসত ঘরের পিছনে শিমুল গাছ কাটতে গিয়ে যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত পরিত্যক্ত একটি গ্রেনেড পায়। গ্রেনেডটি কাউকে না জানিয়ে নিজ ধুয়ে মুছে ঘরের মাচার নিচে রেখে দেয় রিজিয়া খাতুন। ঘটনার কিছুদিন বৃদ্ধার জামাই মহির স্থানীয় লোকজনকে জানায়। বিষয় এলাকায় ছেড়ে পরলে বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে বসোয়া বাজারের পিছনে একটি খোলা জায়গায় সতর্ক অবস্থায় বালতীতে পুতে রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের আমন্ত্রণ জানানো হয়েছে। আসলেই পরিত্যক্ত গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে বলেও জানা যায়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন,পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। স্থানীয় পুলিশ ও চকিদারের সমন্বয় পাহারাদার বসানো হয়েছে। এসপি মহোদয়ের মাধ্যমে ঢাকা বোম ডিসপোজেবল ইউনিটকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসলেই গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর