সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার সচিব হলেন কুষ্টিয়ার মকবুল হোসেন

মিনারুল ইসলাম / ৯৯০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৩০ মে, ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন

পদোন্নতি পেয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হলেন কুষ্টিয়ার কুমারখালীর কৃতী সন্তান মকবুল হোসেন। যিনি ইতোপূর্বে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনে রেখেছেন দারুণ ভূমিকা।

রবিবার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সচিব হিসেবে হিসেবে পদোন্নতি দেয়া হয়।

মকবুল হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় মাঠ প্রশাসনে কর্মরত ছিলেন। মাঠ প্রশাসনে সহকারি কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে কৃষি অর্থনীতিতে অনার্স ডিগ্রী এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। দেশের বিভিন্ন প্রশিক্ষন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি সরকারি আদেশে বিদেশেও প্রশিক্ষণ গ্রহণ করেন। এ ছাড়াও তিনি দাপ্তরিক প্রয়োজনে ইউএসএ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, জার্মানি, ভিয়েতনাম, তুরস্ক, মিশর, শ্রীলংকা ও মালদ্বীপ সফর করেছেন।

মকবুল হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অধীনে বল্লভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল হতেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ভলিবল ও টেনিস তার প্রিয় খেলা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভলিবল টিমের সদস্য হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ইসরাত জাহান নিনা এবং কন্যাদ্বয় ফাইরুজ তাহসিন রোদসী ও ফারাহ্‌ তাসনিম রোদেলা। মকবুল হোসেন বর্তমানে রেজিষ্ট্রার হিসেবে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে কর্মরত আছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর