শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

খোকসায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৩১৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৯ মে, ২০২১, ৯:০৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসায় আবারও সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কে খোকসা শহীদ বরকত ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনার ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় নিহত ইউনুস আলী (৬৮) উপজেলার দুধরাজপুর গ্রামের মৃত চতুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খোকসা ইউনিয়নের দুবরাজপুর গ্রামের মৃত্যু চতুর আলীর প্রামানিকের ছেলে মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক (৬৮) বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজারে আসার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শহীদ বরকত ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী লোকাল গাড়ি নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২-০৩০১) নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক দিয়ে স্বজোরে আঘাত করে বাসটি পালিয়ে যায়।

স্থানীয় পত্রিকার হকার কেছমত আলী কিছা আহত প্রবাস ফেরত মো. ইউনুস আলী প্রামানিককে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আহত ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে আহত ইউনুস আলী প্রামানিক মারা গেছেন। গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর