কন্যা হারালেন কুষ্টিয়ার কৃতী সন্তান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক দিনকাল ইউনিট চীফ, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাহী সদস্য, চলচ্চিত্র সাংবাদিক ও গবেষক আবদুল্লাহ জেয়াদ।
মঙ্গলবার (২৫ মে) দিনগত রাত দুইটার দিকে তাবাসসুম নাহার ইফা রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিল রোগে ভুগছিল।
বিষয়টি ফেসবুক স্ট্যাটাসে নিজেই নিশ্চিত করেছেন সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদ। বলেন, ইফার মরদেহ কুষ্টিয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে আইসিইউতে থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ১৩ বছর। ইফা রাজধানীর মনিপুর স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
মেধাবী ইফার অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হক এবং সাধারণ সম্পাদক আদিত্য শাহীন ।