শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

খোকসা উপ‌জেলা আ.লীগ সভাপ‌তি বাবুল আখতা‌রের ঈদবার্তা

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ২৮৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খোকসা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব স্তরের মানুষের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যনে বাবুল আক্তার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি উপজেলার সকল ইউনিয়নসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও (মোবারকবাদ) ‘ঈদ মোবারক’।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যনে বাবুল আক্তার বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

তিনি আরো বলেন, মহামারির করোনাভাইরাস কারণে এবারে ঈদুল ফিতর উদযাপনে ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। এবারে ঈদের আয়োজন যেমন সীমিত পরিসরে। এই মহামারিতে আমার নিজেরাও স্বাস্থ্যবিধি মেনে এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর