শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

খোকসায় পদ্ম‌বিলায় আগুন!

ওবাইদুর রহমান আকাশ / ৫৮৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১০ মে, ২০২১, ৫:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় পদ্মবিলা গ্রামে আগুনে রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে গেছে বলে জানা যায়।

সোমবার (১০ মে) সন্ধা ৬ টায় উপজেলার পদ্মবিলা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মন্তাজ মন্ডলের ছেলে আনারুলে মন্ডলের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এতে আনারুলের রান্না ঘর গোয়াল ঘর (গরুর ঘর) ও পাশের বাড়ি আলতাফ মন্ডলের রান্না ঘরও পুড়ে যায়। এ সময় গোয়াল ঘরে রাখা একটা গরু, একটা ছাগল ও অন্য আর একটি ছাগলের ৯০ ভাগ পুড়ে যায়। সদ্য মাঠে থেকে পাকা ধানও বাড়ির উঠানে ছিলো কিছুটা পুড়ে নষ্ট হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায়।

আনারুলে স্ত্রী রোজিনা খাতুন বলেন, ইফতারির জন্য রান্না বসিয়ে ঘরে এসেই পরে দেখে রান্না ঘরে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ফোন দিলে তার আগুন নেভায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর