শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

এবার প্রতিবন্ধী‌দের মু‌খে হা‌সি ফোটা‌লেন আল মাছুম মোর্শেদ শান্ত

ওবাইদুর রহমান আকাশ / ৫৮০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১০ মে, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন

ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দুই শতাধিক প্রতিবন্ধীদের মাঝে অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম মোর্শেদ শান্ত শান্ত এসব ঈদ বস্ত্র বিতরণ করে।

সোমবার (১০ মে) সকালে খোকসা কালীবাড়ি পাড়ায়  প্রতিবন্ধী কল্যান সংস্থার অফিসের সামনে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসব অসহায় প্রতিবন্ধীদের হাতে ঈদের নতুন পোষাক শাড়ি, লুঙ্গি, থ্রী-পিস দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধি সমিতির সাধারণ সম্পাদক আসলাম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বাপী বিশ্বাস রাজু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সজল রায়, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, শোমসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন,মাহাতাব উদ্দিন, সাইফুল ইসলাম, গালিম শেখ, বাদশা খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগের নেতা কর্মীরা।

ঈদুল ফিতরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ বস্ত্র বিতরণ কালে উপজেলার আওয়ামলীগের যুগ্মসাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত বলেন, মহামারির কারণে এবারের ঈদটা একটু ভিন্ন রকমের। আর এই মহামারী করোনার কারণে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি

তিনি আরো জানান, সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে সচ্ছলদের এগিয়ে আসার আহ্বান ছাড়াও আবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর