শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

কু‌ষ্টিয়ার ডি‌সি ও খোকসার ইউএনও’র বিরু‌দ্ধে মামলা!

আকরাম হো‌সেন / ৩৬২১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৯ মে, ২০২১, ৫:৩৫ পূর্বাহ্ন

কু‌ষ্টিয়ার খোকসার জলমহালের মেয়াদপূর্তীর আগেই ফের লিজের চিঠি দেয়ায় কুষ্টিয়া জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ক‌রে‌ছে ২৮ মৎস‌্যজীবী। আনা হ‌য়ে‌ছে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কার অভিযোগও।

জানা গে‌ছে, খোকসার জগন্নাথপুর কোল (উন্মুক্ত) জলমহালের লিজের মেয়াদপূর্তির আগেই রবিবার (৯ মে) বেলা ১২ টায় পুনরায় নিলাম প্রদান ক‌রে জেলা প্রশাসন। আর জেলা প্রশাসনের এই চিঠিকে চ্যালেঞ্জ করে এ মামলা‌টি ক‌রেন গোপগ্রাম ও ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কালাম মল্লিকসহ ২৮ জন সদস্য।

কুষ্টিয়া জেলা প্রশাসক‌ মোহাম্মদ সাইদুল ইসলামকে এক নম্বর আসামী ক‌রে মামলা করা হয়। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, রেভিনিউ কালেক্টর সাদিয়া জেরিন, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ‌মেজবাহ উদ্দীন ও সহকারি কমিশনার ভূমিসহ ৬ জনকে আসামী করা হয়। কুষ্টিয়া সদর সহকারি জজ আদালতে দায়েরকৃত মামলা নম্বর ১২৫/২০২১।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর