বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

ওবাইদুর রহমান আকাশ / ৪৯০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৬:৪০ পূর্বাহ্ন

বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে কাঁচা, পাকা ধানের ছড়া। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। যা কয়েকদিনেই ঘরে তুলবে কৃষক। কুষ্টিয়ার খোকসায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবারে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের চোখে মুখে হাসি ফুটে উঠবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ২৮ টি ব্লকের ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো ধানের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। পৌর এলাকায় ১১০ হেক্টর, খোকসা ইউনিয়ন ৯০ হেক্টর, জানিপুর ইউনিয়নে ৪৫ হেক্টর, বেতবাড়িয়া ইউনিয়নে ৭৫ হেক্টর, শিমুলিয়া ইউনিয়নের ১৩৫ হেক্টর, শোমসপুর ইউনিয়নে ৪০৫ হেক্টর, গোপগ্রাম ইউনিয়নে ২১৫ হেক্টর, আমবাড়িয়া ইউনিয়নে ১১৫ হেক্টর, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৫৫ হেক্টর ও ওসমানপুর ইউনিয়নের ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে চলতি মৌসুমে। এছাড়াও ব্লকে নিয়মিতভাবে রোগ ও পোকার আক্রমণ সংক্রান্ত পূর্বাভাস জরিপ করছেন কৃষি কর্মকর্তারা

গত রবি মৌসুমে কুষ্টিয়ার খোকসায় ১ হাজার ২২৫ হেক্টর জমিতে আবাদ করা হলেও চলতি মৌসুমে তা বেড়ে ১ হাজার ৩৫৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। উন্নত হাইব্রিড বীজ, সার ও সময়মতো সেচ কার্য সম্পন্ন করায় এ বছর লক্ষ্যমাত্রার থেকেও বেশি আবাদ হয়েছে বোরো ধান।

উপজেলার মোড়াগাছা গ্রামের কৃষক আবু শেখ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের প্রশিক্ষণ নিয়ে এবং উন্নত হাইব্রিড ব্রি ধান-৫৯ বীজ বিনামূল্যে পাওয়া ২ একর জমিতে বোরো ধানের আবাদ করেছি। এবারের ধান গুলো খুব ভালো হয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে এবার ফলন ভালো হবে বলে আশা করছি।

পাতেলডাঙ্গী গ্রামের বর্গাচাষি বাবু জানান, প্রতিবেশীর নিকট সাড়ে ৩ বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করছি। এই দোলায় (মাঠে) বোরো ধান ভালো হবে। বিঘায় ১৫/১৬ মন ধানের আশা করছি। ধানের বাজার ভাল পেলে লাভের আশা করছি। আর কিছু দিন পরেই সোনালী ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠবে কৃষকের বাড়ির উঠান।

আরও পড়ুন : খোকসায় পারিবারিক কলহে হামলা পাল্টা হামলায় গুরুতর আহত ১১

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, উপজেলার বাছাইকৃত কৃষকদের মধ্য থেকে ১৫০ জন কৃষক কে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ প্রদান করা হয়েছে। এছাড়াও ৩৫ জন জন কৃষককে উন্নত জাতের বোরো ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে।

কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় কীটনাশক ও আগাছা দমনের পরামর্শ প্রদান করায় এবারে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি। স্থানীয় কৃষকদের অভিমতে এবার যদি আবহাওয়া ভালো থাকে এবং কোন প্রকার পোকামাকড় আক্রমণ না করে অবশ্যই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হবে।

তিনি আরও বলেন, এবারে বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ বোরো ধান হবে বলে আশা করছি আমরা। এসব ধানে এবারও বাম্পার ফলন হবে। বাজারে ধানের দাম ভাল পেলে কৃষকের স্বপ্ন পূরণ শতভাগ পূরণ হবে বলে আশাপোষন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর