বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় আবাসিক কোচিং সেন্টারকে জরিমানা

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ২৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৫:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় একটি আবাসিক কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের প্রতীতি স্কুলকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহায়মিনুল আল জিহান।

তিনি বলেন, দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এ কারণে সরকার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কিন্তু সরকারের এই নির্দেশ অমান্য করে আবাসিক কোচিং সেন্টার চালু রেখে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার জন্য চৌড়হাস ফুলতলায় অবস্থিত প্রতীতি স্কুলকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও অবৈধভাবে দোকান খোলা রাখা এবং মাস্ক পরিধান না করার জন্য এনএস রোড এবং শহরতলীর ত্রিমোহনী এলাকায় তিনটি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর