রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

বই‌মেলায় কুষ্টিয়ার প্রিয়ার ব‌্যতিক্রমী উপন্যাস ‘যাবজ্জীবন’

কু‌ষ্টিয়ার সময় ডেস্ক / ৪৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২৪ মার্চ, ২০২১, ২:৩২ অপরাহ্ন

বাংলা একা‌ডে‌মি অমর একু‌শে গ্রন্থ‌মেলায় পাওয়া যা‌চ্ছে কুষ্টিয়ার ইসমত আরা প্রিয়ার লেখা ব‌্যতিক্রমধর্মী উপন্যাস ‘যাবজ্জীবন’। উপন‌্যাস‌টি মূলত তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনকা‌হিনী নি‌র্ভর।

প্রায় অর্ধযুগ লেখালেখির পর বাজারে আসে ইসমত আরা প্রিয়ার প্রথম উপন্যাস। এখন লিখে যাচ্ছেন নিয়মিত। ‘যাবজ্জীবন’ লেখকের তৃতীয় উপন্যাস। বইটি তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে লেখা।

বই‌টি প্রকাশ করেছে অন্যধারা প্রকাশনী। পাওয়া যা‌বে অন্যধারার ১৪৪-১৪৭ নম্বর প্যাভিলিয়নে। এছাড়াও রকমারি ডটকমসহ সকল অনলাইন বুকশপে উপন্যাসটি পাওয়া যাচ্ছে।

বইটি নিয়ে লেখক বলেন, সম্পর্কের শুরুতে কখনো কারো অভিযোগ থাকে না। কখনো কেউ হয় না এক ফোটা বিরক্ত। সম্পর্কের শুরুতে বিষাদের ছাপ থাকে না, না পাওয়ার ব্যথা থাকে না। যা থাকে তা হলো একে অন্যের প্রতি আসক্তি।

কিন্তু বিচ্ছেদে কী অসম্ভব তিক্ততা, তারপর শত অভিযোগের দেয়াল ওঠে। অথচ ওরা জানে না বিচ্ছেদের পরই শুরু হয় দহন, শুরু হয় প্রেম। আমাদের চারপাশের এরকম অনেক বিষয়ই উঠে এসেছে ‘যাবজ্জীবন’ নামের এই নতুন উপন্যাসে।

প্রসঙ্গত, কুষ্টিয়া মিরপুর থানার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের মেয়ে ইসমত আরা প্রিয়ার প্রথম উপন্যাস ‌‘কান্নাগুলোর প্রার্থনা’ প্রকাশিত হয় ২০১৯ সালে। গত বছর বইমেলায় উপন্যাস ‘আওয়াজ’ ছাড়াও কাব্যগ্রন্থ এসেছে ‘নীলপদ্ম’ প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর